প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫

কবিতা





জয়ীতা দে সরকার
             দূর্গাপুর, বর্ধমান

আজানে গোধূলি


পনেরো বছর আগে-
বিদায় বলেছি তোমায়...চিরবিদায়!!
বড়ো দীর্ঘ এই পথ-
একা আমি...সম্বলে আঁসু স্মৃতিময়।

আজও মনে আছে ঠিক-
আবছা আলোর আজান গোধূলি বেলায়।
বিস্ময় দৃষ্টি বিনিময়-
ফিরে দেখি পিছে আজও সেই প্রথম পরিচয়।

দেখা মিলবে না আর-
তবু সন্ধ্যার কোনে দেখা আলো!
সাধ করে রাখা নাম ছিলো-
'গোধূলি'..বলে দিয়ে গেলো।।

একরাশ কালো চুলে ঢাকা পিঠ-
সাদা ফ্রকে ঢাকা হাঁটু,পায়েতে নূপুর,
কালো কাজলে আঁকা দুটি আঁখি-
ছুটে যাওয়া হরিণী তোলে নূপুরের সুর।

অযথা অনেক কাছাকাছি আসা-
বৃথা বহু ভালোবাসা, দাম্ভিক আমি,
মন আনচান করা তপ্ত দুপুরে-
আমার কিশোর হৃদয়ের 'গোধূলি' তুমি।

এরপর,কোনও এক পূর্ণিমা রাতে-
কেড়ে নিলো সবটুকু-বাঁচার রসদ,
পরে থাকা শান্ত-নিথর দেহখানি-
মৃদু হাসি ঠোঁটে বাজে মৃত্যু সরদ।

বিধাতার গোধূলি আকাশে-
এক সাথে বাজে শঙ্খ,আজানের সুর,
তাই কোথায় আলাদা দুইয়ে-
কেন মোর ভালোবাসা আজ এতো দূর!!

শুধু, শুধু জাতিবিদ্বেষ?
শেষ হলো প্রেম-জীবনের শুরু তে!
'সাবিনা',আজও ভুলিনি তোমায়-
পার্থক্য কিসে নামেতে-নামেতে না কি কোরানে-গীতাতে!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন