প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫

কবিতা




সুজাতা সমাদ্দার
                      কোলকাতা

ভাবনার প্রতিবিম্ব জীবন আয়নায়


আমি ভাবি শুধু ভাবি ;
কত বৈচিত্র্য মানব ভাবনায় ;
বৈষম্য শেখায় নিত্য ,
ভাবনার প্রতিবিম্ব জীবন আয়নায় ।
মানব মনের উৎপত্তি ,
সৃষ্টির সুন্দর ভাস্কর্য ;
আবার এই মনের অর্বাচীন চিন্তা ধারায় ;
ধ্বংসের আহবান ও প্রাণের আহুতি।
পৃথিবী মঞ্চে , সকলের সীমিত বিহার ;
তবু হয় কত অনাচার ও অবিচার ;
একে অপরে করি শুধু প্রহার ;
মানব ধর্মের এ কেমন বিচার ?
মন আমার চল নিজ নিকেতন;
গহীন অন্তর চলুক সত্য অন্বেষণ ;
অহিংসার পথ করর অবলম্বন ;
ভালবাসার সুর কে করে আলিঙ্গন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন