প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫

কবিতা




পল্লব গোস্বামী
            মানবাজার, পুরুলিয়া


আমি নির্বাক থেকেছি

                 
রং-পলাশের মাঠ জুড়ে সেদিনও রাখাল ছেলেটা হিমালয়ের মতোই বসেছিল--
দৃষ্টি তার প্রতিদিনের মতোই উদাস হাওয়া,পায়ের নীচে উদ্দাম ঘাসফুল।
তুমি তাকে শহরের সাতমহলা বৃষ্টি -স্বপ্ন দেখালে---
ধূসর চোখে ঢেলে দিলে কংক্রিট আকাশের লাল তরমুজ সুরা।
ওলের কাণ্ডের মতোই  স্তব্ধ থেকেছি সেদিনও..;
হ্যাঁ সেদিনও আমি নির্বাক থেকেছি....
বাচিকের মেঘ হয়ে জন্মান্ধ ছেলেটা বরাবরের মতোই বেশ তো  ঝরছিল! ---
ঘুমন্ত লাউয়ের মতোই তার মন,কল্পনাও ডুবে ছিল ইটের স্পর্শকোনে..।
স্পর্শমণি হয়ে তাকে ভূ-স্বর্গের অমোঘ হাতছানি দিলে---
ফুসমন্তরে শুনিয়ে গেলে তুষারের ভৈরবী গান।
কাকভেজা রংমশালের মতোই নিষ্ক্রিয় থেকেছি সেদিনও..;
হ্যাঁ,সেদিনও আমি নির্বাক থেকেছি..........
 মেঘবালিকার মৃত্যুর কোলে ঢলে পড়তে চেয়েছিল দুধ-ভাত বন্দী বেড়ালটাও---
জিভের শিরায় সায়ানাইডের হাতছানি...;
 রক্তপিশাচ মায়ায়  লক লকে লাল ইঁদুরের ঘ্রাণ দিয়ে গেলে তুমি---
আন্ত্রিকের ক্ষতের মতো বেআব্রু হয়েই পড়ে থেকেছি সেদিনও...;
হ্যাঁ,সেদিনও আমি নির্বাক থেকেছি........
লাল টুকটুক ঠোঁট আর মেঘ- রাতের দুটি পাখী--
বর্ষার স্পন্দনে সেদিনই ঘর বেঁধেছিলো তারা।
জলের গায়েই লিখেছিলো গোলাপের গান;
ঠিক তখনই আকাশের বুক চিরে আছড়ে পড়লো শতকোটি হ্যালির ধূমকেতু....
একপলকেই স্বপ্ন পুড়ে ছাই,রক্তাক্ত পাতার বাসর..।
চোরা শিকারির চোখের মতোই নিষ্পলক থেকেছি সেদিনও..;
হ্যাঁ,সেদিনও  আমি নির্বাক থেকেছি...
এমনকি,তোমার আদরে  হিমালয় যেদিন ডুব দিতে চাইলো টেথিস সাগরে---;
ঘুণধরা সর্পগন্ধার দামে বিকিয়ে গেলো মানবিকতা!..;
পবিত্র ফল্গুধারার ধারে দাঁড়িয়ে সেদিনও ভাবলাম বরাবরের মতোই নির্বিকই থাকবো,,,,
কিন্তু কেন জানিনা সেটাও আর পারলাম না কিছুতেই...
বোধহয় নির্বাকতার সত্ত্বাটাও নোংরা  ওষুধের মতোই অকেজো হয়ে যায় একদিন,...
পরিচর্যার অভাবে একটু একটু করে,মহাসময়ের অকুলান পথে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন