প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫

কবিতা




অনিন্দিতা ভৌমিক
                          কোলকাতা

বোধ


হাত পেতে আছি
জীবনের স্বাদ পাব বলে,
জীবন কোমল নয়
সুকঠিন আরো
রক্তের দাগ মুছে ফেলে
যদি পারো,
দিও শিশির স্নিগ্ধতা।।
খিদে সত্য মানি,
জঠরের খিদে ,
শরীরের খিদে
যদিও বা মেটে,
চির ক্ষুধার্ত এই মন
কোন পথে ছোটে
কে তা জানে?
স্থবির স্বাচ্ছন্দ যাক,
স্বপ্নের চুড়া থেকে নেমে
কঠিন বাস্তবের
ধুলা আর ঘাম মেখে গায়ে
আমার এ ' আমি'
জাগুক নতুন প্রত্যয়ে।


 আল্পনা মিত্র
                কোলকাতা

বুদ্ধাত্মা


প্রতিদিন পোষণ করি বুদ্ধের বাসনা
দেখি বিভীষিকার আগাম অভিশাপ
রাতেও প্রেতাত্মার বুকে জাগে মৃত্যুভয়
দৃষ্টিহীন উদার আকাশ কি দেবে সান্ত্বনা
নির্বোধ আনন্দ গান গায় অনাত্মা উৎসবে
কপিলাবস্তুর রাজত্ব আজ রাজপথে-পথে।
বিষণ্ণ অবসাদে কি করবে আমার সহিষ্ণু হৃদয়
চলে বুদ্ধের মতো মৃত্যুকে ভুলে থাকার আয়োজন।
তাই রাতদিন করি অসাধ্য সাধন, --
মনে মনে আমি শক্তের ভক্ত, কিন্তু হতে পারিনি বিজেতা
তাই বৃথাই বুদ্ধের মতো সংসার ত্যাগের বাসনা।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন