প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫

কবিতা




আয়েসী লাহিড়ী
                    কোলকাতা


          সৃষ্টি


তারা, আজ  আমি তোমায় ছুঁয়ে দেখব
তোমার চিকমিকে আলো
অনেকক্ষণ ধরে গায়ে মাখবো
যত দূরত্ব ঘুচিয়ে, দেখিনা
একটু  পরশ  করে
আকাশ ভোরে যখন  তুমি
নিবু নিবু ক্লান্ত
তখন আমি.....
আমার অধর দিয়ে কি মেটাবো
সেই চিরকালীন পিপাসা
জ্বলবে নাড়ি, পুড়বে মন
তবু রচনা হবে
নব নব সৃষ্টি ।



তুলসীদাস ভট্টাচার্য
                           বাকুঁড়া

         স্বপ্ন
দিনের শেষে নীরবে রাত্রি নামে ,
ঝরাপাতার আলিঙ্গনে ,
স্বপ্ন দেখার ইচ্ছা নিয়ে ।
ক্লান্ত শরীরে বিন্দু বিন্দু ঘামে ,
বাস্তবতা নেমে আসে চোখের পাতায় ।
রাত্রি জেগে স্বপ্ন ভিড়ে না
অবসন্ন পায়ের চেটোয়।
রাত্রির কোলাহল ছাড়িয়ে
দু-মুঠো ভাতের স্বপ্নে
জিরিয়ে নিই সূর্য ওঠার আগে।

দেবাশিস কোনার

ভয় ভাঙানর সময়


তুমি কখন গেয়ে ওঠো গান
ব্যাল-কনির আলোয় দূর থেকে দেখে নাও
তোমার দিকে তাকিয়ে থাকা পুরুষদের
চঞ্চল হরিণের ঘ্রাণে কাতর অনুনয়
মেয়ে শরীরের গভীর থেকে ঝরে জল
বুকের আলতো আড়াল ভয় ভাঙায়

ভেঙে যাওয়া আরশিতে খান খান ছায়া
আর তুমি প্রস্তুত কর স্বরলিপি
            যা তোমার আত্মহত্যার সামিল

তুলকালাম জঙ্গল-মহলে যেভাবে দিন দিন
            ফুটে বের হয় রক্তকরবী


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন