প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫

কবিতা






অভিজিত অধিকারী
                    কৃষ্ণনগর, নদীয়া 


শিরোনামহীন -4     ফুসমন্তর

পা টিপে টিপে হাঁটছি...
লুব্রিকেটিং অয়েলের
উপর দিয়ে |
দু-চারটে উইপোকা
আটকে আছে ,
মহাকালের ঠিক মাঝে |
আর আমি মন্থর গতিতে
অনন্তকাল ধরে হাঁটছি ,
একটু আলোর সন্ধানে -
চোখে সর্ষে ফুল,
মধুর টানে মৌমাছির হুল
স্থূল দেহটাকে ফুলিয়ে
ডাস্টবিন করে দেয় |
মালিকানাহীন কিছু গালি
শব্দদূষণ ঘটায় -
আবেগকে খুচরো দরে
বিক্রি করেছি অনেক আগেই |
তাই মিছে জ্বালানোর
সাহস ওর নেই |
কিন্তু শরীরটাকে
ছাড়তে পারিনি এখনও !
ওই মৌমাছির হুলে
 কি আর মৃত্যু হয় ?
উদ্যত কণ্ঠ বলে ওঠে,
"দাও, দাও , সমুদ্রমন্থনের
ওই গরলটুকু দাও |
এবার পিছলে পড়তে চাই
ইন্দ্রের রাজসভায় |
পরের বিচারটুকু না হয়
কালই সারবো -

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন