প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৫

ঙ্কবিতা


    


তৈমুর খান
              রামপুরহাট, বীরভুম 





শ্রেণিকক্ষ

তবে তাচ্ছিল্যই হোক

ইচ্ছেরা বসেছে সারি সারি
শ্রেণীকক্ষ ভরে আছে অন্ধকার
আমাদের পদাবলী আমরাই গাই
রাজার হাতিরা চলে যাক রাজপুরে

কথিত নিষ্কাম কথা যতই উড়ুক
শ্রদ্ধাও এক চিলতে আশ্রয় দেবে না
নতুন জীবন পথে হলাহল বাঁশি
যে বাজায় বাজাক-
আমরা নিজের আরশি নিজের কাছে রাখি
রতিস্বাদ যদিও খরচ হয়
উন্মুখ পরকীয়া স্রোতে

চেয়ার টেবিল জুড়ে মোহন মোহিনী
শিক্ষা দেয় অনেক দুপুর রাত ক্লান্তিহীন
শ্রেণিকক্ষে ঘুম পায়, আলস্যে দুর্বার
স্বপ্ন জাগে, মৃত্যুও ঘুমায় এসে
শরীরে শরীরে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন