প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৫

কবিতা





দেবাশীষ মণ্ডল
              খড়গপুর, পশ্চিম মেদিনীপুর                        





থুতু  

চুল অনিয়ন্ত্রিত প্রকৃতি
শরীরে নেই সাজানো সভ্যতা
লোকালয়ে শিরায় শিরায় বিষে
বুটের নিচে থেঁতলে গেছে মুখ
পাগল পাগল চিৎকারে
প্রতিটি হাড় ভেঙে দেবার পর
প্রবল ঘৃনায় একদলা থুতু,
ওরা যে যার ঘরে ফিরেছিল.....

ক্রমান্বয়ী ভাষার আবেষ্টন
কখনও বোঝেনি গভীর অসুখ ।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন