প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৫

কবিতা






অরুণিমা চৌধুরী
             ব্যারাকপুর, কোলকাতা




সম্পর্ক-১

সম্পর্কের মৃতচরে বিস্মৃতির পলি জমে..
       লতাজাল, ঘাসপাতা আরো কিছু জঞ্জালকণা...
         তারপর একদিন সব ভেসে যায়..
              কোথাও কোন চিহ্ন  থাকেনা।
                পথেপথে বোকা মন একা হেঁটে যায়।




আয়েসী লাহিড়ী
                               কোলকাতা




            তুমি

চোখ কোথায় ? দুটো চোখ
যাতে উপচে পরে ভালোবাসা
চোখ আলো করা আশা।
চোখ আয়ত  গভীর
আমার ছবি আকা।
অনন্ত বাসনা,পুঞ্জিত অভিমান।।
চোখের কোনায়ে ঝিলিক হাসি।
কোথায়ে চোখের ছোঁয়া
কেন সুধু চোখের পরে
কিলবিলে কালো অক্ষর
আর প্রাণহীন  ছবি।
চোখ কথায়ে তোমার?
সেই চোখ
সজল প্রেম মাখা ।





দেবাশীষ কোণার
                                    বর্ধমান




লাগামছাড়া

অসংখ্য যে বাক্যবাণে মৃত্যু তুফান ছুট
সহ্য করা সহজ সে কি দুরন্ত অদ্ভুত
নরক যেথা গুলজার আর স্বর্গ কলঙ্কিত
বোধের ঘরে মূর্খ থাকে চির অপরিচিত
বিশ্বাস যার মুখ লুকিয়ে আড়াল খোঁজে দ্রুত
প্রভুর কাছে ভিক্ষা মাগে আবেগে আপ্লুত
হন্যে হয়ে খুঁজবি যখন নিজের বাগানখানা
দেখবি নিজেই হারিয়ে গেছিস যেন রে রাতকানা
কষ্ট করে কেষ্ট মেলে খাদ্য মেলে কই
তন্ছটে প্রাণ ওষ্ঠাগত রাতপাহাড়ার হই
জড়িয়ে আছো লতায় পাতায় ভুলে যে যায় মন
লাগামছাড়া অত্যাচারেই মুক্তি অনুক্ষণ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন