প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৫

কবিতা






স্বাগতা ভট্টাচার্য্য
              ইছাপুর, উত্তর ২৪ পরগণা




জন্ম রহস্য

একটা জন্ম হতে পারে নি
              অঙ্কুর স্বপ্ন দেখেছিল,
দিন শেষের প্রাক মূহুর্ত
                  ঘোলাটে সেই সময়।
রক্তের পিণ্ডের আকুতি শুনতে চায়নি কেউ ।


শব হয়ে পুড়িনি আগুনে
প্রতি মূহুর্তে পুড়ছো তুমি, মৃত্যুর শীতল
              প্রতিধ্বনি পোড়াচ্ছে তোমায়,
কান্না যখন বৃষ্টি হয়ে ঝরে সে
                                         শুধুই তোমার ।
হাজার বছর পরও সেই
                          জন্মটা যেন হত্যা না হয় ।

সলিল গঙ্গোপাধ্যায়
                                       তেজগঞ্জ, বর্ধমান

             
               বাদল দিনে

বাদল দিনে একলা ঘরে কাটাই কেমন করে
মন উদাসী তুমি কখন আসবে আমার ঘরে?

ঠাণ্ডা হাওয়া খবর আনে আর তো দেরী নেই
দখিন দুয়ার খুলে রাখি তোমার আশাতেই।

সময় যেন আর কাটে না , চোখ চলে যায় দূরে
সবুজ গাছে লজ্জা আসে , মেঘ জড়িয়ে ধরে।

বাদলা দিনে মনে খুশি তুমিই দিলে ঢেলে
তোমার বাঁশি সুর তুলেছে ,যখন তুমি এলে।। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন