প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৫

কবিতা






সাগর ভট্টাচার্য্য
                        কোলকাতা




সামনে এগোবে, না ফিরেই যাবে

চৌকাঠে দাঁড়িয়ে ভাবছো
               ঢুকবে কি ঢুকবে না?
পেছনে টানে মায়া, মমতা
আর সামনে টানে ক্ষোভ,অস্থিরতা।
চৌকাঠে দাঁড়িয়ে ভাবছো
                ঢুকবে কি ঢুকবে না?
এবার স্থির ক'রে ফ্যালো কি করবে।
সামনে এগোবেনাকি ফিরেই যাবে!
মনে রেখো, এগোলে আর পেছোনোর  নিয়ম নেই,
তখন আন্দোলনের সাথে আন্দোলিত হ'তে হবেই,
আগুনে ঝাঁপ দিলে
পুড়তে তো হবেই!
কি ভাবছো ? ফিরে যাবে ?
তা যাও,আপত্তি নেই,
শুধু ওদের বলে দিও
যে পাল্টে দেবার স্বপ্ন তুমি দেখেছিলে,
ততটা সাহসী তুমি নও।
যাও চলে যাও কাপুরুষের খাতায় নাম লিখিয়ে।
আর কক্ষনো এসো না।
আমরা যারা এসেছি,
তারা আর ফিরব না
যতক্ষণ না স্বপ্ন সফল হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন