প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৫

কবিতা






মহুয়া মূখার্জী
                      কোলকাতা




ভালোবাসি  ভালোবাসি

ভালোবাসার আসল কথা প্রাণের মর্মকথা
নীরবে যা কিছু বুঝেছি
কেউ বলেনি তেমন করে।

কেউ ডাকেনি তেমন করে
সোহাগ ভরা পাগল করা মিষ্টি কথায়
গভীর গোপনে নীরবতায়
অশ্রু ঝরাই দূরের থেকে - বহুদূরে।

নেয়নি তো কেউ
গভীর প্রাণের মিষ্টি ছোঁয়া
রেখেছি তাই গোপনে কথায়
লজ্জাবতীর চরণ ছুঁয়ে।

কেউ বলেনি তেমন করে
অশ্রুপাতের নীরব ভাষা
পাতার ধ্বনি 
লুকিয়ে রাখে সুপ্ত গোপন ভালোবাসা।

কেউ টানেনি আপন করে
পরশমণির পরশমণি
সূর্যমুখী সূর্যে কাতর 
জীবনটা তাই গেছেই ক্ষয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন