প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৫

কবিতা






অভিজিত অধিকারী
                           কৃষ্ণনগর, নদীয়া




মন্বন্ত্বর

সূর্যের ভালোবাসার দায়ে
গলা পিচ রাস্তার গরম ভাপ
উগরে দিচ্ছে -
নদীর আবরণ নিংড়ে
নগ্ন করে ফেলেছে শুষ্ক খাতে |
দুষ্টু নক্ষত্র অনুন্ধতী
মিটমিটিয়ে শুধু হাসছে |
আর ক্ষতি কামনায় ব্যস্ত
রাহু ও কেতু |
গাছের শরীরের শেষ জলবিন্দু
অদৃশ্যভাবে উবে যাচ্ছে |
অনেক কষ্ট করে জমানো থুতুটা
গলাটাকে সামান্য শান্তি দেয় |
এভাবেই আত্মা আকাশ কিংবা পাতালে |
মরা মায়ের বুকে
বেঁচে থাকার শেষ তরলটুকু খোঁজে
ছোট্ট মৃতপ্রায় শিশুটি -
চারিদিকে শুধু নগ্ন মৃতদেহের স্তূপ -
চিল শকুনে ছিঁড়ে খাচ্ছে
ভাগাড় পচা জীবদেহ |
মৃতের সৎকার করার সৎকারীও
আজ নিশ্চুপ একটি পাথর |
জীবনলীলা সাঙ্গ করে
শুধু চারিদিকে পচাদেহের
গন্ধ আর হাড়গোড় |
এমনই এক নতুন রাজ্য,
মৃতের রাজ্য |

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন