প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৫

কবিতা






শুভ শুভাশীষ  
                কাটোয়া, বর্ধমান
                     




এক গাঙ পাখি সন্ধ্যায়

শরত শুরুতে পাতা ঝলমল উত্তাপেতে ডানা
তোমার ওষ্ঠে আমার অধর, চুপ - না,
চুপ করে থাকা মানা
ভেজা ঠোঁটে তে অনুদিত হবে, শুরু -প্রাচীন কোন ভাষা
ভাসতে ভাসতে হারিয়ে যাবো
তপ্ত কীর্তিনাশায়
দিগন্তের টানে দূরে দূরে থাকো
বড় রমণীয়
লাজ ভাঙার ক্লান্তিতে নেয়ে বৃষ্টি মেখেছো তুমি
স্রোত কি কখনও ব্যাকরণ মানে
দুজন চলেছি দুই ছায়া পথে
একই মনের ভূমি
আত্মদানের শেষে
রাতের শিয়রে তন্দ্রাবিহীন সোনার কাঠি - রূপোর কাঠির ভ্রমণ সুখে
রাত ভাঙা গান, রাতের বুনন জলের ঝিলিক
মুলুক ছুঁয়ে আমলকী টক সবুজের শ্বাসে
প্রহর ভাঙছে অহল্যা জীবন
নিশীথ দৃশ্যলাজে
বাতাসের মেঘে বদলের চিঠি
বাকি পথ হেঁটে যাই চলে চল
শরীর শৈত্যে আমি তুষারিত, বাড়িয়েছ হাত-
পাড় করে সাঁকো
ভুবনে তোমার অনাহুত যদি, হোক মৃত্যু -
তুষারপাতে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন