প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

সোমবার, ১২ অক্টোবর, ২০১৫

কবিতা

                                                                            সোমাদ্রি সাহা                                                                                                                                                             কোলকাতা
কাব্য ও নেশা

কিছুতেই মেলাতে পারছি না
দমবন্ধ পরিবেশে বলতেও পারছি না
বুঝতে পারছি না, কারণটা
না বলার পর্দানাসীনতা
বলেছ দেখা হলে বলবে
সাক্ষাতে....
কিন্তু যে কারণটা অনাবিষ্কৃত
তা তুমি কি করে করবে বিকৃত

আসলে নেশা মানুষকে খায়
মানুষ নেশাকে খায় কি !... ভাবনায়

অপেক্ষা করে লাভ নেই
টাইমমেশিনের যুগ স্যাটালাইটেই;
আমি তো মৃত, তোমার সাথে
হাতে হাত প্রতি জীবন্ত রাতে।
দেখা হবে মৃত্যুর ওপারে
অমৃতকুম্ভের সাতারে।
বৈতরণী পেরিয়ে দেখবে
আমি অপেক্ষা করছি, চিনে নেবে
এক হাতে জীবন প্রবেশিকা
আর অন্য হাতে নেশা...
গালি দিয়ে নিজের ভাবলে
একটু একটু করে আড়ালে,
#
জীবনের একটাই নীরা
কাব্য ধমনী - শিরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন