প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

সোমবার, ১২ অক্টোবর, ২০১৫

কবিতা

                                                        সাগর ভট্টাচার্য
                                                                                                                       কোলকাতা

অকালবোধনে আজ জাগছে রাবণ

পর্ণমোচী জীবনের সংজ্ঞা খুঁজতে গিয়ে
বৃক্ষের কাছে  দাঁড়ালাম,
বৃক্ষ তার ডাল থেকে খসিয়ে দিল একটি পাতা
হলদেটে সবুজ পাতা বলে গেল তার ইতিহাস।
এরপর ভাবনার সিঁড়ি বেয়ে চড়তে গিয়ে দেখলাম
খসে যাচ্ছে কত জীবন! খসে খেসে পড়ে যাচ্ছে
তাদেরও ত্বক হলদেটে সবুজ! বুঝিবা
কিছু খসছে অসময়ে, কিছু অপরিনত।

তার মাঝেই বেজে ওঠে আগমনীর সুর
মা আসেন, চলে যান,পৃথিবী পড়ে রয় বেদনাতুর।
আর কত দূর, আর কত দূর বলো
মাটির রমনী নিয়ে হবে প্রহসন?
নারীকে দেবী রূপে পূজার নিদর্শন!
অথচ আজ ঘরে ঘরে দুর্গা, দূরের গাঁয়ে
কয়লা ভাঙে, গায়ে গতরে খাটে তবু
নিরন্ন,
অন্নপূর্ণার পাত্র আজ শূণ্য!
দুর্গারা আজ ঝোপে-ঝারে লাঞ্ছিতা, বিপন্ন!
এমন পূজা আমি মানি না,
অকালবোধনে আজ জাগ্রত রাবণ
দুর্গারা অবনত, নামছে প্লাবন...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন