প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

সোমবার, ১২ অক্টোবর, ২০১৫

কবিতাসুপ্রতিম

                                                                          সুপ্রতীম সিংহ রায়

           বিষকন্যে

আমার বাঁ পাশটাতে বোসো
ওদিকটায় তো ছাইছাপা আগুন
নিস্তব্ধ কথকথায় কথা মেলাই চলো
স্মৃতি বুকে আজও উজ্জ্বল সেই ফাগুন

সবুজ বাষ্প ওঠা গালিচায় মিলে
দিকচক্রবালে লুকানো রাতগুলো আঁকি,
পাতার পোষাকে ছেঁড়া ক্ষণগুলোয় চল
উল্লাসে গাই হারানো ইমন সঞ্চারী

সেই ডানা মেলা নীল শামিয়ানা তলে..
পুরানো প্রেমক্ষত যেখানে কথা বলে,
আমার বাঁ পাশটাকে ছুঁয়ে বল বিষকন্যে-
"দ্বিচারিতা আমি করিনি, সাপলুডোও খেলিনি..
সেই আপাদ নিরীহ স্তব্দ শীতল,
মৃত্যুপথের অরন্যে"।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন