প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

সোমবার, ১২ অক্টোবর, ২০১৫

কবিতা

                                                                              মধুমিতা সেনগুপ্ত

        গুন্ডামি
রোজ যে যাই তোর পারায়
কি করি বল ? মনটা নাড়ায় ..
যদি তোকে একটু দেখি
চমকে উঠি জানিস তা কি ?
দুপুরবেলায় আড্ডা দিস
সবার সাথে ..ছাতে বসে
বলিস কথা হেসে হেসে
আমার শুধু যাওয়া মানা
কথা টাও বলতে মানা
সবাই বলে .. বাজে ছেলে
আমি তো তাই চোর হয়েছি
ঘর থেকে তোর চুরি করেছি
দুটো রঙিন ছবি
নাচছিলি তুই পেখম মেলে
নাচের স্কুল এ
আর একটাতে গাইছিলি গান
জানালাতে
জুড়িয়ে ছিল আমার দুকান
নীলুর বাড়ির বারান্দাতে
তোর দুচোখে স্বপ্ন কত
ভালবাসি ক্ষেপার মত
ডাকছি এত
চল পালাব
হবিনা বদনাম ?
বিয়ে করব ঘর বাধব
রানী করব তোকে ..
শুনলি না তো ?
জানতে হবে খরচ কত অ্যাসিড কেনার
বাল্বে ভরে মারব ছুড়ে
ছোট্ট করে পুড়িয়ে দেব
তোর আরশি দিয়ে ভয় দেখাবো
তোকেই ..জীবন জুড়ে
সমাজ তোকে ফেলবে ছুঁড়ে
ঘরের কোনে আস্তাকুঁড়ে
দিবি আমার ভালবাসার দাম
সত্যি বলছি ভালবাসি
ভেবে দেখিস
আজকে আসি ..
যাসনা ভুলে
টেকো দাশুর নাম....॥

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন