প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫

কবিতা

মিঠুন চক্রবর্ত্তী

রাতের চাঁদটি
কিশোরীকোথায় যাবি স্কুলে?
চিনিস কি সেই লাস্ট বেঞ্চ ছেলে?

যে তরল চোখে তোকে ছুঁয়ে
যে সরল পথে তোকে খুঁজে

কিশোরী, তুই ফাস্ট বেঞ্চ তুই লক্ষ্মী
অংকের ক্লাসে তুই ভীষণ মনযোগী

অবশ্য তখন ছেলেটিরও চোখ বোর্ডে সাঁটা
দূর ছাই, চোখতো তখন ঘুড়ি সুতো কাটা

বোর্ডটি কখন ঝিলমিল চাঁদ-তারা আকাশ
ছেলেটি দোয়াত ঢালা কালি চাঁদের চারিপাশ

কিশোরী,তুই নীল পাড় সাদা শাড়ি চাঁদ মুখ
ছেলেটি জোৎস্নাভাসি রাত স্বপ্নে মুঠো সুখ

রাতের এসব কথা তারায় বাঁধা চাঁদও জানে কি?
'' মিথ্যে বলব না আমিও তাকে চোরা চোখে দেখি "

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন