প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

সোমবার, ১২ অক্টোবর, ২০১৫

কবিতা

                                                                          কোয়েলী ঘোষ
     কথা শেষ হলে

সব কথা বলা শেষ হলে --
দুরন্ত ঝড় এনে দেবো তোমার বুকে !
খড়কুটোর মত উড়িয়ে দেব সব
যা কিছু তোমার গর্ব অহঙ্কার ।

পদধ্বনি শোন আমার বুকে !
দুঃখের মতো আগুন কি আর আছে ?
সে আগুনে পুড়ে হও নিঃশেষ !
শুদ্ধ --- আরও শুদ্ধ হও তুমি !

ভেবেছিলাম মেলাব সাদা কালোয় ,
কবির মত ওড়াবো আকাশে আবীর !
সরল কি আর জটিলতায় মেশে ?
হিংসার আগুন জ্বলে নির্নিমেষ ।

তবুও যদি বজ্র আঘাত হানো !
জ্বলছে আগুন --এই কথাটা জেনো
নিষ্ঠুরতায় দাউ দাউ করে জ্বলে !
পোড়ে - পোড়ায় -ধ্বংস অবশেষ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন