প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

সোমবার, ১২ অক্টোবর, ২০১৫

কবিতা

                                                              অদিতি চক্রবর্তী
                                                                                                                               চিত্তরঞ্জন, বর্ধমান
বেহুলা নাচ


নীল আলোতে দেখেছিলাম উদ্ধত মনোলোভা
সাজিয়েছ লম্বা ঝাঁপের রঙবেরঙের ঘুঁটি
কান পেতেছ জোয়ার ভাঁটার উঁহু,আহা,ইশ্
চুমোয় চুমোয় জলতরঙ্গে উঠে গেছ গুটিগুটি
ঠিকরে পড়েছে লাজুক লতায় আনকোরা চারুকলা
বৃষ্টিভেজার দু' বুক জুড়ে হাটখোলা গুঁড়ো চাঁদ
আকাশগাছে ইচ্ছেমতো মেঘফলেদের খেচর
ওড়া এবং আছড়ে পড়া আলাদীনের চিরাগ
এলোপাথাড়ি আঁচড়ে কাঁমড়ে দাগ কেটে ছইঘরে
রপ্ত করেছ মৃত্যুপথে বাঁচার বাছাই ক্রম
আয়ুর হাঁড়িতে চোদ্দ চালের ছিটে দাগ দুই কুচি
পাঁচ ইঞ্চির স্পর্ধা পোষা উসকানী মতিভ্রম
সাহসিনী  এক জলের পোকা পলল ভূগোল পাতায়
নীলগিরি থেকে ছেঁচে তুলেছিল ঢেউ খেলানো ঢেউ
আরেক নদীতে ডুবিয়েছিল লালারসে আঙুল
হা হা স্বরে সরে গিয়েছিল সেইমাত্র কেউ
অমাজলে ভাসে মানবিক ভানে নাওয়ের বাদামী গলুই
রমণে মথিত টুনির আলোকে কোলাজ পলাশ গাছ
ধীরলয়ে বয় পাশপাশ দুটি মিথের নিথর দেহে
ত্রিতাল ছন্দে কল্পলোকের বেহুদা বেহুলানাচ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন