প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

সোমবার, ১২ অক্টোবর, ২০১৫

কবিতা

                                                   শুভাশীষ সিংহ


পাগলি তুই

পাগলি তুই বেশি রাতের হাওড়া ষ্টেশন,
পা মাড়ানোর আতঙ্ক ভুলে সিঁড়িতে
মাথা রাখা ভগাদার বুড়ি কঙ্কাল,
আমি জানি বিদ্রোহ বিলাসিতা তোর কাছে,
তুই যদি জানতিস হায় আদমশুমারির
ভীরে; তোর ভিজে অবস্থান,
হয়তো তাহলে নাইট বাল্ব
সূর্য হতো রোজ রাতে,
ময়না তদন্তে তোর সিদ্ধ ডিমের স্বর্গেও
রক্তাল্পতায় ভোগে দুস্থ সময়,
তুই নিয়মিত শূন্য হতে চাস;
তুই কি জানিস ?
শূন্যও আজকাল তুই হতে চায় নিয়ম ভেঙ্গে
সাক্ষী --
এই যে আমি সবজান্তা
বুড়ো রাস্তা বলছি,
টাটকা তারাখসা দেখি রোজ
চাঁদের অস্থানে কুস্থানে
বেগুনি টাটু আঁকা দেখেছি,
এই আমি ভ্রান্তিক তেমাথা মোড়
ঠিক এইখান থেকেই ভাগ হয়ে যায়
অতিজাগতিক কুলাঙ্গারেরা,
ধার্মিক স্মাগলিং চলে ঘাপটি মেরে,
পাপোষে পাপ মুছে ঘরে ঢোকে জুজু,
আমি পোড় খাওয়া দিগন্ত বলছিলাম,
এইখানেই টুঁকি টুঁকি খেলা
চেতন আর অবচেতন মনের,
ওপাশ ফিরলে লাল
এপাশ ফিরলে সাদা হ্যাংওভার;
ওপাশটা চড়া দামে বায়না করলাম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন