প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

সোমবার, ১২ অক্টোবর, ২০১৫

কবিতা

                                                                                 রীতা ঘোষ
                                                                                                                                                 দুবাই, সংযুক্ত আরব আমীরশাহী
                    মনো-নয়ন
হে নারী ! তোমাকেই বেছে নিতে হবে আপন যাত্রাপথ ...
বলিদানের বলিরেখা তো শুধু তোমার কপাল জুড়ে !
কি চাও তুমি ? কিসে তোমার খুশী ?
কিসেই বা গর্ব , কিসে সন্তুষ্টি !
নারীত্বের বিজয় চূড়ায় আরোহণ কালে
কতোবার পা ফসকায় মাতৃত্ব ...
সে কথা তোমার অজানা নয় ,
কখনো বা অস্তিত্ব বিসর্জনের অশ্রু ধারায়
সিঞ্চিত করো আগামীর পথ ।
' সত্তা ও সন্তান ' এই দুইয়ের মাঝে কাকে দেবে প্রাধান্য ?
প্রকৃতির উপহার , এ অলংকার মাতৃত্ব ।
এ লড়াই সম্মান ও ত্যাগের ...
এ লড়াই নারীত্ব বনাম মাতৃত্বের
এ মনোনয়ন একান্তই তোমার ...
তোমাতেই অন্তর্নিহিত শক্তি -- এক নারী , এক মাতা ।
উভয় পক্ষে তাই জিতও তোমার ...
কার গলায় পড়াবে তুমি বিজয় মালা ...
এ বড়ো কঠিন কাজ , ' দু নৌকোয় পা দিয়ে চলা ' !

হে পুরুষ ! নারীকে দাও নি প্রাপ্য সম্মান , অধিকার ...
তাই সে জ্বালিয়েছে আজ প্রতিবাদী মশাল ,...
উভয়ের সংগ্রামে আগামী বেহাল
সন্তানের কিছুটা দায় তোমার ওপরও বর্তায় ...

কেননা ' আগামী 'ই এখন সবথেকে বড়ো সওয়াল !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন