প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫

কবিতা





তুলসীদাস ভট্টাচার্য
                           শালডাঙা, বাঁকুড়া



ঠিকানা
পদ্মার আবীর গোলা জল থেকে
যখন রোজ স্নান সেরে উঠে আসো
ভিজে কাপড়ের বদ্বীপ নিয়ে
মনের মন্দিরে বাজে কাঁসর ঘণ্টা ।

পলা,শাখা,চুড়ির মৃদঙ্গে
যখন নৈবেদ্য সাজাও
পাপী চোখ দুটি ঈশ্বরকে হঠিয়ে
তোমাতেই খুঁজে নেয় কৃপাদৃষ্টি ।

রক্ত-মাংসের কোমর বন্ধনীতেই
বন্ধন মুক্তি
জলজ দৃষ্টিতেই মেলে ঈশ্বরীর ঠিকানা ॥

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন