প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫

কবিতা






অদিতি চক্রবর্তী
                 চিত্তরঞ্জন, বর্ধমান



রক্তদাগ
মোমজোছনা মিহিনবাতাস ভরিয়েছিল গানে
সুরে বেজেছিল প্রেমিক যুগল সুপ্তকোষে
ঐতিহাসিক নজির একটি রচেওছিল প্রেম
ইটের পাঁজরে যা লেখা আছে দারুণ রোষে ।
চোখ দেখেছিল ধর্মগুরুর সদ্যপ্রসূত পাখা
কিলো কিলো ক্ষোভ পুষে রাখা মুখ-মুখোশ
তারপর এক মন্দার শুধু দিয়েছিল দোলা
কবরের মাটি খটখটে রাগে মেখেছিল নির্দোষ ।
ধর্ম প্রেমিক লুঠ করেছিল বিধর্মী প্রেম
ধর্ম প্রেমিক ছিঁড়েছিল সব লজ্জাকুঁড়ি
ধর্ম প্রেমিক বুনেছিল রক্তবীজের চারা
ধড়ে প্রেম ঢেকে করেছিল প্রেমধর্ম চুরি ।
আজ প্রতি ইটে শিকড়ের ব্যথা বাজে
আজ ইট গেঁথে মাথা তোলা ইস্কুল
কাদের কুসুম এক ফুলদানী ফুলে
ধূপ ও ধূনোয় ঝরে যাওয়া দু'মুকুল ।
নিশুত রাতে দুটি কালো প্রেতচ্ছায়া
হাতে রেখে হাত আলি বেয়ে চলে যায়
রোজই বেড়ায় এইখানে ওইখানে

আসুরিক বধ দেশে দেশে ঘটে যায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন