প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫

কবিতা








অতুল রায়
        খড়দহ, কোলকাতা


অরুন্ধতীর উদ্দেশ্যে
তুমি  নীলাভ  ব্যথার  মত  যে  আকাশে
             উজ্জ্বল  দ্যুতি দাও আবহমান,
সেখানে আমার অন্তর্ভেদী মন
সান্ত্বনার সুললিত বাণী পৌঁছে দিতে নিয়ত উন্মুখ

চতুর্থীর রাতে ক্ষয়িষ্ণু চাঁদের মত দেখলাম --
অরুন্ধতী, তোমার স্নেহার্ত মুখ;
মর্মের মহাকাশে মূর্ত হল প্রেম
অদৈহিক অমিয় নির্ঝর
বিনা সূচনায় এ স্পন্দিত বুকের কথা অলক্ষ্যে তোমার
      হয়ত অজ্ঞাতেই থেকে যাবে
কেননা শব্দ তরঙ্গের উচাটনে এ পৃথিবী
      শুধু মুখর হতে জানে
স্বভাবতই আমি একান্ত নির্জনে --
তোমারই মত নিঃস্ব হতে ভালবাসি

এ বাড়ন্ত যৌবন বুঝি সুদূরের সমস্ত রহস্যমায়া
সন্নিকটে আনতে চেয়ে বুকের আগল এভাবেই খোলে !
যে বয়স দুরন্ত সাহসে চিরায়ত রীতিনীতি
               সহাস্যে প্রথা ভাঙে,
ঝড় বন্যা দুহাতে সরিয়ে
ভেসে যায় ভালবাসার নৈসর্গিক উপকূলে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন