প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫

কবিতা






বন্দনা রায়
           কোলকাতা




চিহ্ন
তোমার স্নিগ্ধতাকে ভালবেসে নিগূঢ় উচ্চারণে জানিয়ে যাই,
জানো, জানা হয়নি কিছুই দর্শনের যা তুমি পড়াও,
আমার বিষয় সাহিত্যেরও,
এমনকি হরহে বরহে সম্পর্কেও, যা নিয়ে মেতে আছি ইদানীং
হাজার ঘা খেয়ে স্বত্বার গহনে ডুবে দেখেছি --
পুড়ে চলি আজীবন নানা ক্ষুধার আগুনে অথবা নিহিত দম্ভে ;
পাতালে কিন্তু যেতে চাই না আর,
দাঁড়িয়েছিলাম আগুনে একদিন অভিমানভরেই ,
ঝড়ে চুল আমার খুলে গিয়েছিল ঠিকই ,
প্রসব ওংকার তুলেছিলাম বননির্বাসনে,
তবু কাঁদতে শিখে গেছি হাসিমুখেই ...
এবারও আঙুল রাখলাম জগমোহনের দরজায় পাঁচশো বছর আগের মতো,
ডোবা চোখে,
নুলো প্রেমিকের জন্য ;

দেখি, এ চিহ্নও পাথরে রয়ে যায় কিনা !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন