প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫

কবিতা






কুমারেশ তেওয়ারী
                    কন্যাপুর, আসানসোল, বর্ধমান


চাঁদ
যেসব নির্দেশ দেবার ছিল দিয়েছি যথাযত

কদম্ব গাছের নিচে বসে থাকবে চাঁদ
কাছে গিয়ে বড় শান্ত বড় আলতো স্বরে
শুধিয়ে আসতে হবে, পুরির সমুদ্রে
ঢেউ নিতে গিয়ে সেই যে মুখ থুবড়ে পড়েছিল
গাল কেটে নাকছাবি হারিয়ে কেঁদে ছিল সারারাত
ক্ষত সেরে গেছে? পাওয়া গেছে রূপোর নাকছাবি?

হাওয়া, বোকা বার্তাবাহক সবেতেই তাড়াহুড়ো
গলা খাকারি নেই, কাশি নেই জানানের
হঠাৎ সামনে এসে দাঁড়ালো এমনভাবে যেন ভুত দেখল চাঁদ
আলুথালু ছুটতে ছুটতে পড়ে গেছে পানাপুকুরের জলে

পৃথিবীও ক্ষ্যাপা মোষ কোথা চাঁদ কোথা চাঁদ বলে
ছুটে আসছে যেন রুদ্রকাল

হাওয়া আর আমি লুকিয়ে রয়েছি একটি পাথুরে গুহায়
গুহা মুখ জরিয়ে ধরছে উর্ণজাল
কান পেতে আছি গুহার দেওয়ালে, প্রাচীন পাথর
যদি শোনা যায় কথাবার্তা কিছু

চাঁদকে কি ওঠানো গিয়েছে পানা পুকুরের থেকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন