প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫

কবিতা






শ্রীলেখা মুখার্জী 
                 বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ




ফুলকি
মেয়েটার জল আনা ছল দুপুরবেলা....
রোদের তখন লুকোচুরি ঝোপে-ঝাড়ে,
আনমনেতে কলস নিয়ে একলা খেলা
শ্যাওলা পেছল নিঃঝুম ওই পুকুর পাড়ে !

নিজেকে সে জল-আয়নায় পরখ করে....
গায়ের রঙ শ্যাওলা-সবুজ লাগছে বটে,
ভাস্কর্যের শিল্প-ছোঁয়া শরীর জুড়ে
জলপরী সে...সবুজ ছায়ার প্রেক্ষাপটে !

মেয়ের মন ভরে যায় ভালো-লাগায়.....
নিজেকে সে প্রাণটি ভরে ভালোবাসে,
কে জানে..কিসের আবেশ শরীর জড়ায়
সে কোন চন্দন বনের গন্ধ আসে !

তার 'কালো মেয়ে' নাম হয়েছে....
তাতেই বা তার কি আসে যায় ?
আগুনের ফুলকি জ্বলে বুকের আঁচে
নিজেকে সে ভালোবাসে বাঁচার নেশায় ! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন