প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫

সম্পাদকীয়

শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই সকল
পাঠক-পাঠিকাকে
সম্পাদকীয়    
বাঙালির সবচেয়ে বড় আনন্দের উৎসব দুর্গা পুজো সদ্য শেষ হল । শেষ নয় বলা ভাল আবার শুরুর জন্য সাময়িক বিরতি নেওয়ার সময় এখন । কোন কোন মা দুর্গা যথারীতি নিয়ম মেনে দেবাদিদেবের কাছে চলে গেলেন । দশমীর বিষাদের সুর বেজে উঠলো সেখানে । কোন কোন মা দুর্গা আবার স্বামীর কথা অগ্রাহ্য করে ছুটির দুদিন এক্সটেনশন করিয়ে নিলেন । কাকে দিয়ে সেই ছুটি কোন রীতি মেনে গ্রান্ট করালেন, সেটা আবার স্বয়ং মহাদেব বুঝতে পারলে হয় ।  শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা-র ঢল যতটা সাক্ষাতে না দেখা গেল তার চেয়ে ঢের বেশী দেখা গেল হাওয়ায় । এস এম এস, ফেসবুক, টুইটার আরও কত কিসে যে কোথাকার শুভেচ্ছা কোথায় উড়ে গেল তার হিসাব রাখতে আজকের ডিজিটাল বিশেষজ্ঞরাও হার মানলেন । বিজয়ায় কোলাকুলি বা প্রণামের ছোঁয়া এখন বেশ একটা প্রাগৈতিহাসিক অনুভব এনে দেয় মনে । হ্যান্ডশ্যাক বিজয়াও আজ সেকেলে । এখন জি আই এফ ফটোর শুভেচ্ছায় বিজয়া দশমী হাল ফ্যাশানের দারুণ মার মার বাজার । আমরা এগোচ্ছি বেশ । থেমে থাকা মানে তো, জড় পদার্থ । আমরা প্রাণ-মাধুর্যে ভরপুর অতএব এগতে তো হবেই । তাতে সংস্কৃতি একটু ভাঙলে কোন দোষের কিছু হয় কি না তা যাদের ভাবার তারা ভাবুন । আমরা ডিজিটালের প্রাণ বায়ুতে নাক খুলে নিঃশ্বাস নিচ্ছি আপাতত ।

        সূচিপত্রে ক্লিক করে পড়ুন । পাঠক-পাঠিকাদের কাছে অনুরোধ সবার লেখা পরুন। আপনার ভালোলাগা লেখাটির লিঙ্ক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন । ইচ্ছে ডানা-র পাঠক সংখ্যা তাতে বৃদ্ধি পাবে । আমরাও একটু উৎসাহিত হব ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন