প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

সোমবার, ১২ অক্টোবর, ২০১৫

কবিতা

                                                        স্বাগতা ভট্টাচার্য
                                                                                                       ইছাপুর, উত্তর ২৪ পরগণা
            গণ্ডীর নারী

সীতার জন্য গণ্ডীটা,
            মোছা হয়নি এখনও
গণ্ডীতেই থাকতে হয় ঘর বাঁচানোর জন্য ।
বেহুলার মত ভাসতে হয় জীবন স্রোতে
সংসার সুখের হবে তোমার গুনে ।
ফুলদানীতে নিজেকে সাজিয়ে রাখা,
ধূপ হয়ে পুড়ে, দ্বীপের মত তুমি — একাকিনী,
কলঙ্কের পাঁক তোমাকেই ডোবায়,
মানবিক মুখে ঘৃণা উপচায় ।
ভোগের মূহুর্ত লালসার কাছে পরাজিত,
শরীরে লেগে থাকে ধর্ষণের চিহ্ন
ধর্ষকেরা  চিহ্নহীন,
মুখোশে মুখ লুকোনো ওদের ।
বৃষ্টিভেজা কাক নারীর কাছে
চাইবে আশ্রয় – শক্তির আঁধার
নদীর মত প্রবাহমান,
বয়ে যায় যুগ হতে যুগে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন