প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

সোমবার, ১২ অক্টোবর, ২০১৫

কবিতা

                                                                        অরুণিমা চৌধুরী
                                                            ব্যারাকপুর, কোলকাতা
            বোঝাপড়া

মাঝরাত বিছানা গড়িয়ে নেমে গেলে
গোল টেবিলের দুপাশে বসবো
ভাঙা কাচের চুড়ি,ছেঁড়া তাস,
রংমিলান্তি খেলা
মাঝখানে
অ্যাশট্রেতে পুড়ে যাক সংসার
একটা বোঝাপড়া দরকার..

জল না পেয়ে মরে গেছে
যে গাছটা , তা থেকে দুটো একটা ভুল কুড়িয়ে
ঝুলন সাজানোর কথা আছে
জমানো কথাগুলো কৌটো শুদ্ধ  বেচে দেবো
ঝুল কালি, তেল নুন , আনাজ
সাজিয়ে নিলেই দিব্যি শো পিস
একটা মিটমাট দরকার

বিছানা গড়িয়ে নেমে গেছে মাঝরাত
নি:শব্দে চুক্তিপত্র সই হয়
জানলায় হেসে ওঠে লাল চাঁদ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন