প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

সোমবার, ১২ অক্টোবর, ২০১৫

কবিতা

                                                                    কুমারেশ তেওয়ারী
                                                                                                             কন্যাপুর,আসানসোল, বর্ধমান
রোদ মরে গিয়ে   

হ্যাংগারে ঝোলানো জামা, ক্রুশে থাকা যীশু
হাত দুটি কেটে নিয়ে গেছে
ঘাতক জুডাস

এ জামারই রোদ ছিল
ধমনীতে কোলাহল স্বপ্নমৃদুল
বোতামের ঘরে অন্তহীন ঝুমুর উদগীত

হানাদার হাত কার গোপন আড়ালে
ক্রোড়পত্রে ভাঙ্গাচোরা এঁকে ছিল বিমূর্ত ছবিটি

গলনাঙ্কে সময়ও গলছিল
দেখ ছিল জিরাফের গলা থেকে কমে যাচ্ছে প্রতিদিন
কশেরুর হাড়
দূরে সরে যাচ্ছে পার্থিব আকাশ

পোহানো সময় শুধু উবু হয়ে বসে আছে কলারের ভাঁজে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন