প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫

কবিতা



জয়ন্ত মাহাতো
           খাতড়া, বাকুঁড়া


বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে


আষাঢ় শ্রাবণ বর্ষাকালে
লাগিয়ে দোলা মেঘের পালে
সকাল বিকাল বৃষ্টি নামে
বাংলামায়ের শহর-গ্রামে।
পশলা এবং মুশলধারে
বৃষ্টি পড়ে নদীর পারে।

গাঁয়ের চাষি ব্যস্ত মাঠে,
মন্দা নামে বাজার-হাটে।
উদাসলাগা আপনভুলে
হৃদয় নাচে পেখম তুলে।
গাছের পাতা দৃষ্টি কাড়ে,
বৃষ্টি পড়ে চোখের আড়ে।

আকাশ নীলে হাজার রেখা
আঁকছে কে-সে যায় না দেখা।
বৃষ্টি নামে নিঝুম রাতে,
সৃষ্টি কাজে পাগল মাতে।
টাপুর টুপুর মধুর তানে
ঝর্ণা ঝরে শিশুর কানে।
ঝড়ের রাতে বাদল হাওয়া
জাগিয়ে দেয় শূন্যে চাওয়া।
নিকট-দূরে বৃষ্টি পড়ে,
সবুজপাতা চেতন নড়ে।

বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন