প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৫

কবিতা






মিন্টু দত্ত
             কোলকাতা




                     শপথ

কৌশলে দাম কমিয়ে জোতদার ফসল তোলে ঘরে।
ফসল ফলায় যে কৃষক অনাহারে আত্মহত্যা করে।
আলু পেঁয়াজ শাক সবজির দাম লাগাম ছাড়া
সাধারণ মানুষের জীবন অতিষ্ঠে দিশেহারা ।
থালা হাতে যিনি বলেছিলেন এত দাম খাব কি
চেয়ারে বসেই তিনি মুখে দিয়েছেন চাবি ।
ভরতুকি চাই ভরতুকি দাও কৃষকের প্রার্থনা
সারের দাম যাচ্ছে বেড়েই আর যে পারিনা।
আকুতি আর প্রার্থনা বাতাসে কেঁদে বেড়ায়
বাধ্য হয়েই গ্রামের মানুষ প্রতিবাদের রাস্তায়।
অভুক্ত মানুষের মিছিলে অকস্মাৎ পুলিশের লাঠি
আক্রান্ত মানুষের রক্তে ভিজে যায় মাটি ।
খালি পেটে মাথায় লাঠি দেওয়ালে ঠেকেছে পিঠ।
আক্রান্ত মানুষ ঘুরে দাঁড়িয়েছে হাতে নিয়ে ইট।
লাখো মানুষের প্রতিরোধে পুলিশ পিছু হটে
গ্রাম শহরের ঘরে ঘরে এ বার্তা যায় রটে।
মারতে এলে পাল্টা মার এবার প্রতিরোধ
লাল ঝাণ্ডা হাতে হাতে বজ্র মুঠিতে শপথ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন