প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৫

কবিতা






পূর্ণচন্দ্র বিশ্বাস
                   ঝিকরা, গাইঘাটা, উত্তর ২৪ পরগণা




 যদি মনে পড়ে

একটা ঘুটঘুটে অন্ধকার নিঝুম রাত
ফেলে রেখে যাচ্ছি
স্বপ্ন দেখো নদী- জল -
বাঁকা নৌকো চলকানো ঢেউ
একটা খাঁ খাঁ দুপুর
একমালা ভাদ্দুরে রোদ রেখে যাচ্ছি
সিদ্ধ ধান ভিজে মশাল শুকিয়ে নিও
শুধু তোমার জন্য একটা
কবিতা লিখে যাচ্ছি
তাতে সাত সুর বেঁধে
তোমার নিজের গলায়
একটিবার অন্তত গেয়ো
দেওয়াল আলমারিতে
কয়েকটি বই রেখে যাচ্ছি
শোবার সময় অন্তত একটি বই
মাথার বালিশের পাশে রেখো
মহাকাশের মতো ফাঁকা একটা
ক্যানভাস রেখে যাচ্ছি
সঙ্গে কিছু রং তুলি
অকারণে আঁচড় কেটো ।     

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন