প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৫

কবিতা







সন্দীপা পাঠক
              সোদপুর, কোলকাতা



       বাবা
বাবা তুমি কতো দূরে
আসবে কি আর আবার ফিরে ?
সারাদিন তো এমনি কাটে
স্কুল পড়া আর খেলার মাঠে
একলা হলে তোমায় খুজিঁ
ভাবি আবার আসবে বুঝি

মা যে এখন ব্যস্ত ভীষন
গড়বে আমায় মনের মতন
কালশিটে ছাপ চোখের কোলে
জানতে চাইলে হেসে বলে
"তুই যখন বড় হবি
সব কালিমা ধুয়ে দিবি"

কিন্তু আমি বুঝতে পারি
তোমার মুখে হাতটা ধরি
এখন আমি অনেক বড়ো
সত্যি কথা বলতে পারো
তোমার মনের যত ব্যাথা
বলো না মা সেসব কথা

"বাবা যে তোর অনেক দূরে
আসবে সে যে আবার ফিরে
চুমোয় চুমোয় ভরবে তোকে
আগলে তোকে রাখবে বুকে
যাবেনা সে কোনখানে
থাকবে সে যে তোরি টানে"

জানি এসব মিছে কথা
বলছো তুমি চাপতে ব্যাথা
জানি সে আসবে না আর
চারিদিকে অমার আধাঁর
থাকুক ভালো নিজের দেশে
সংগে নিয়ে দশে বিশে

তবুও আমার ছোট্ট মনে
প্রশ্ন জাগে ক্ষণে ক্ষণে
বাবা তুমি কতো দূরে
আসবে কি আর আবার ফিরে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন