প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৫

মতামত

পত্রিকার পাঠক-পাঠিকা, সংখ্যার বিচারে বেড়েছে । প্রথম সংখ্যাতেই আন্তরিক আবেদন রেখেছিলাম সমস্ত পাঠ-পাঠিকাদের কাছে যে, কেমন লাগছে 'ইচ্ছে ডানা' পত্রিকা, তা নিয়মিত জানাতে। ভাল খারাপের দিকগুলো তাতে আরও স্পষ্ট হতো আমাদের কাছে । কিন্তু আশানুরূপ সারা পাওয়া যায়নি । তবে ঝনঝন শব্দে আশা একেবারে ভেঙে যাওয়ার মতো ঘটনাও ঘটে নি । কেউ কেউ আমাদের সাথে আছেন, আশা করি ভবিষ্যতে এই সাথে থাকার ইচ্ছের আরও প্রকাশ দেখতে পাওয়া যাবে ।
এমাসের মতামত-------
অরুণিমা চৌধুরী    কোলকাতা

উড়ে চলুক ইচ্ছেডানা,ইচ্ছেমত দূর আকাশে,
যাক না ভেসে সুর্যি এসে সাগরতীরে  যেথায় মেশে।
রামধনু রঙ মাখিয়ে নিয়ে পেখম মেলে
রূপ সাগরে পাল তুলে সে যাক না চলে
অনেকদূরে,তেপান্তরে
যেথা ব্যঙ্গমা আর ব্যঙ্গমীরা গল্প শোনায় পাতাল পুরের।
যেথা লক্ষ হীরার মানিক জ্বলে সাপের মাথায়
যেথা লক্ষ্মীমণি রাজকুমারী বন্দি থাকে সোনার খাঁচায়।
সেই সে দেশে অচিনপুরে যাও গো উড়ে ইচ্ছেডানা
ডানায় ডানায় দিক রে উড়ান একচিলতে ইচ্ছেখানা ।


ইচ্ছে ডানার প্রতি আমার আন্তরিক শুভ কামনা রইলো ।

সৌরভ মূখার্জী   ব্যান্ডেল


জন্মের ভিতর থেকে জন্মাবার সাধ, সেই সাধ থেকে বাইরে বেরিয়ে ইচ্ছে ডানা ইচ্ছে মতো ডানা মেলছে বাংলা কাব্য ও সাহিত্যের উন্মুক্ত আকাশে । কামনা করি কাব্য সাহিত্যের গগনে ইচ্ছে ডানা রেখে যাক চিরস্থায়ী সোনালী ছাপ । শুভেচ্ছা রইল ।

   ‘হেডোনিজম’ ফ্যামিলি বিউটি সেলুন এবং স্পা
           দমদম রোড, ৩ নং হরকালী কলোনি, কোলকাতা- ৭৪
                             ( ইন্দিরা ময়দানের নিকট )
                  মোবাইলঃ৯৯০৩০৮৫৫৭০ / ৯৮৭৪৪৭২২৪১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন