প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫

কবিতা

সলীল গঙ্গোপাধ্যায়
মা বলে  ডাক মাকে
ইংলিশটা বড্ড কঠিন
বাংলা শেখা সোজা
বলছে খোকা বড্ড বোকা
বাংলা যাদের বোঝা ।
মিষ্টি-মধুর বাংলা ভাষা সোজা সরল ;
তবে ইংলিশ না শিখলে কি
আর ছেলে  মানুষ হবে ?
মা বলেছেন, বাংলা হবে, অঙ্ক হবে সাথে
ইংলিশটাও শিখে নেবে,
লোকসান কি তাতে?

বললে খোকা, দিচ্ছ ধোঁকা--আগে কথা দেবে
ইংলিশের ভক্ত যারা বাংলা শিখে নেবে ?
বাংলা ভাষা খুব ই সোজা; ইংলিশটা শক্ত না ?
তাই বাঙ্গালী ইংলিশ নয়; বাংলা ভাষার ভক্ত মা ।

বলেন বাবা, ওরে হাবা মাম্মী বলে ডাক না রে ?
ইংলিশটা চলছে  যখন ,বাংলা তুলে রাখনারে !
বললে খোকা, মা-এর পাশে মাম্মী দাঁড়ায় নাকি ?
বাংলা আমার মায়ের ভাষা; মা বলে তাই  ডাকি ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন