প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫

কবিতা





সুমন পাটারী


জীবন- লীলা
বিষাদেরা ঘিরে ধরেছে
মৃত্যুরাজ মেলছে ডানা,
সুখ- দুঃখের এ জীবন ছন্দে
যমরাজ দিলো নির্মম হানা
তিক্ততা পূর্ণ মানব জীবন
আর সুখ- দুঃখের এই সংসার,
একদিন সব থেমে যাবে
নয়নে নামবে অন্ধকার
প্রাণবায়ু উড়ে যায়
মিশে যায় বাতাসে,
পরিজনকে ডুবিয়ে দিয়ে
বিচ্ছেদের নিদারুণ ক্লেশে
নিঝুম অন্ধকার চারিপাশে
আপন রাজত্বে নেমে আসে,
অতীত দিনের স্মৃতিগুলো
টলমল চোখে ভাসে
খেলা করে বুকেতে
বেদনার জোয়ার ভাঁটা,
মনে পড়ে তার হাত ধরে
প্রথম জীবনের হাঁটা
ঘন আঁধারে একলা ঘরে
একান্তে মন আঁতকে উঠে,
অতি নিকটে আবছা সুরে
তার ডাক যেনো ভেসে উঠে
ক্ষণিকের আশায় অবুঝ মন
চারিদিকে ফিরে চায়
ভুলেযায় সে মায়াভরা স্বর
আজ নাই এ দুনিয়ায়
অতৃপ্ত মন চিৎকার করে
বলতে চায় বেদনা,
কত কিছু দেওয়ার স্বপ্ন ছিলো
কিছুই করা হলোনা
আজ- কাল করে হঠ্যাৎ
দিন চলে যায়,
মনের যত স্বপ্ন সব
মনে থেকে যায়
অকৃতজ্ঞ এক সন্তান হয়ে
আজীবন থেকে যাবো,
অনুতাপের এ ভয়াবহ জ্বালা
আজীবন বয়ে যাবো
চোখের সামনে ভেসে উঠছে
মায়া ভরা সে মুখ,
আপন ক্ষমতায় যারে কখনো

দিতে পারিনি এক বিন্দু সুখ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন