প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫

কবিতা








সোমাদ্রি সাহা


যাপিত সময়   
ভারী হয়ে যাওয়া স্মৃতিতে রবি ঠাকুর আসে
চূড়ান্ত স্বপ্ন জুড়ে ইচ্ছেরা উপলব্ধি প্রভাসে ।
উদার হয়ে যাওয়া চিন্তা চেতনার অনুপ্রাস
ছড়িয়ে পরছে ধীরে ধীরে বকুলের সুভাষ ।
আলোর মতই গাঙ্গ চিল গাছের ডালে
পেয়াজের কারণে ভিজছে ডায়েরি জলে...
মিলে যাচ্ছে মিশে থাকা সব ফর্দ প্রপাত
ভাল থাকার জন্য সুগন্ধি সুসজ্জার শপথ ।
মিলতে চাইছে কাজলা নদীতে ধর্ষণ রক্ত
ক্ষমতার জন্য আমরা নরম, শীতলের ভক্ত ।
প্রতিবাদের দাঁতগুলো বোধহয় দুধে ভাতে
কাল কি করে অফিস করব, ভাবি প্রতি রাতে ।
কি করে আরেকটু ব্যাংক ব্যালেন্স হবে
আমায় দূরবর্তী সম্পূর্ণতায় নিয়ে যাবে ।
দূর্ভিক্ষের ছেচল্লিশের মত কিছু পাল্টাইনি
আমার সঙ্গে অস্তিত্ব যে বুঝতেও চাওনি ।
শুধু পেরিয়ে এসেছি গাছের সারি হাইওয়ে
শুধু উঠতে চেয়েছি জাতে সফলতার মইয়ে...
অন্য পুজোর গন্ধ কজনের ভাগ্যে জুটবে
অন্য পুজোর বাস্তবতায় নীল পদ্ম ফুটবে !
অকালেই শেষ হয়েছে অকালবোধন শর্ত
আমার স্বপ্নে মিশেছে অনেক বছরের গর্ত।
দামী কার্পেটে সেই ক্ষত ঢেকেছি, করেছি ট্যাটু
বয়স হলেই ধরবে বাত, ব্যাথাময় হাঁটু ।
তবুও সময়ের সাথেই এখন শুধুই অপেক্ষা
শুধু তোমার জন্য কিছুটা কাল প্রতীক্ষা ।
মিলিত হব নিশ্চিত, দুজনের মধ্যেই কথা থাক
আজ তাই মাংস জোটেনি, শাক দিয়ে মাছ ঢাক ।
উন্নত, উন্নতি আর শব্দ নির্ভর প্রাণ বায়ু
ঘুম আসছে যাপিত জীবনে, নিস্তেজ স্নায়ু...

তবুও যেন এক প্রভাতে আমি আসব ফিরে

বাংলার মাঠ-ঘাট-আল পথ বাঁচবে আমাকেই ঘিরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন