প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫

কবিতা







স্বাগতা ভট্টাচার্য্য
            ইছাপুর, উত্তর ২৪ পরগণা



প্রতিবন্ধী
অঙ্গহীন জীবন যন্ত্রণা
     সেই যন্ত্রণার রং কালচে নীল;
অক্ষমতাকে স্মরণ করায়
দয়ার সাথে তাচ্ছিল্যের ককটেল
চেনা পৃথিবীকে নতুন ভাবে দেখায়;
পীন পয়োধরা’—নারীত্বের শ্রেষ্ঠ সম্পদ
প্রত্যঙ্গ সে কি আমার চেয়ে দামী ?
      শরীরের বিচ্ছিন্নতায়
      স্তন বিহীন আমি ।
মাতৃত্বের পূর্ণতা নারীহীন হয়ে বাঁচা
দগদগে ঘা শুকায়,
রক্তের ক্ষরণ মৃত্যুর নিকষ হাতছানি;
তবু লড়াইটা চলছে প্রতি মূহুর্তে

প্রত্যঙ্গহীন হয়ে বাঁচার ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন