প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫

কবিতা

অরিন্দম দে

নিরুপায়
আমার কান্না চাপার চেষ্টাগুলো ব্যর্থ হয়ে যায়
যখন কাঁদতে দেখে তোমায় ।
যখন জমা কথাগুলো ঢেউয়ের আকার নেয়,
যখন তোমার স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়,
যখন তোমার আবেগগুলো একলা অসহায়,
আমার কান্না চাপার চেষ্টাগুলো ব্যর্থ হয়ে যায় ।

আমার কান্না চাপার চেষ্টাগুলো ব্যর্থ হয়ে যায়
যখন কাঁদতে দেখে তোমায় ।
যখন সম্ভব অসম্ভবের যুদ্ধ লেগে যায়,
যখন রোদে আধ-ভেজা বিকেলটা ঠিকানা হারায়,
যখন দেওয়ার মতো সান্ত্বনাগুলো উলঙ্গ হয়ে দাঁড়ায়,
আমার কান্না চাপার চেষ্টাগুলো ব্যর্থ হয়ে যায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন