প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫

প্রচ্ছদ প্রতিবেদন


মদ্যপানে মহিলাদের স্তন ক্যান্সার হওয়ার আশংকা বৃদ্ধি পায়

সম্প্রতি গবেষণায় জানা গেছে, প্রতিদিন এক গ্লাস করে ওয়াইন পান করলে নারীদের স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে। গবেষণাটি করেছেন, যুক্তরাষ্ট্রের হাভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথ-এর গবেষকরা এতে গবেষকরা জানিয়েছেন, মাঝারি মাত্রায় অ্যালকোহল পানেও নারীদের মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে
অ্যালকোহল পানে বহু ঝুঁকি রয়েছে এসব ঝুঁকির মধ্যে কোলন ক্যান্সার ও লিভার ক্যান্সার অন্যতম এ তালিকায় এবার যোগ হলো নারীদের স্তন ক্যান্সারের ঝুঁকিও
এই গবেষণার জন্য গবেষকরা অ্যালকোহল পান করে এমন কিছু পুরুষ ও নারীকে নির্বাচিত করেন এরপর তাদের কয়েকটি ভাগে ভাগ করা হয় এরপর তাদের মধ্যে ধূমপায়ী ও অধূমপায়ীদের পৃথক করা হয় এর উদ্দেশ্য ছিল শুধু অ্যালকোহল পানের কারণে ক্যান্সারের সম্ভাবনা নির্ণয়
গবেষণায় অ্যালকোহল পানে অভ্যস্তদের ক্যান্সারের হার বেশি দেখা যায় বিশেষ করে অ্যালকোহল ও ধূমপান যারা একত্রে করে, তাদের এ ঝুঁকি সবচেয়ে বেশি দেখা যায়
এই গবেষণায় আরেকটি বিশেষ দিক পাওয়া যায় নারীদের স্তন ক্যান্সারের সঙ্গে অ্যালকোহলের সম্পর্ক আবিষ্কারে যেসব নারী শুধু অ্যালকোহল পান করেন কিন্তু ধূমপান করেন না, তাদেরও স্তন ক্যান্সারের হার বেশি পাওয়া যায়

গবেষণায় অন্তর্ভুক্ত করা হয় ৮৮,০৮৪ জন নারী এবং ৪৭,৮৮১ জন পুরুষকে এই গবেষণায় তাদের ১৯৮০ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত পর্যবেক্ষণ করা হয়
গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে ব্রিটিশ মেডিক্যাল জার্নালে

তথ্য সুত্রঃ  ‘দি গ্লোবাল নিউজ’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন