প্রথম বর্ষ, শারদ সংখ্যা, ১২ অক্টোবর' ২০১৫

সোমবার, ১২ অক্টোবর, ২০১৫

কবিতা

                                                                                                           মৃন্ময় চক্রবর্তী

       ছোপোচরনের লণ্ঠন

মাঠের ভেতর দিয়ে ছায়া দোলাতে দোলাতে
চলে যাচ্ছে ছোপোচরনের লণ্ঠন
বারান্দায় বসে বসে দেখছি
নিমগাছটার ডালে একটা লক্ষ্মীপেঁচা ডাকছে।
বাইরে কৃষ্ণপক্ষের রাত
মাঝরাত্তিরে ঘুম ভেঙে যাবার পর
বাবার হাত ধরে বাইরে এসে অবাক হয়েছি,
কারা যেন আকাশে টাঙিয়ে দিয়েছে
জরির চাঁদোয়া
হোগলার পাতায় গড়ানো জ্যোৎস্না ঠুকরে ঠুকরে
বনচড়াই ডাকছে
ধানশূন্য মাঠে ভরা পূর্ণিমার তুষার

এতদিন পর এসব মনে পড়ল কেন ?
আবার কি মাঠের উপর দিয়ে চলে গেল
ছোপোচরনের লণ্ঠন ?
নিমগাছের ডালে কি ডেকে উঠল লক্ষ্মীপেঁচা ?

বাবা যেখানে দাঁড়িয়ে আমাকে
কালপুরুষ চিনিয়েছিলেন,
সেখানে এখন আকাশ নিভিয়ে জ্বলছে
স্ট্রিট লাইটের আলো
কৃষ্ণ নেই শুক্ল নেই
এখন পক্ষহীন শুধু অন্ধকার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন